পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচ ইউনিয়নের ৫ শতাধিক অসহায় ও দরিদ্র ব্যক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবে দেয়া হয় শাড়ি ও লুঙ্গি। এদের অনেকেই করোনা মহামারির কারণে কাজ হারিয়েছেন।
ঈদ উপহার পেয়ে দারুণ খুশি হয়েছে দরিদ্র মানুষেরা। আঙ্গারিয়া গ্রামের মরিয়ম বেগম বলেন, ‘ঈদের আগে কিছুই পাইনাই, শাড়িডা পাইয়া মনডা ভইরা গেছে। বেডায় কামকাইজ করে না অনেক দিন। হের জন্য লুঙ্গিও পাইছি।’
কথা হয় জলিশা গ্রামের হানিফ ফকির, শাহআলম ও বিলকিস বেগমের সঙ্গে। এক মাসেরও বেশি সময় ধরে তাদের কোনো আয় রোজগার নাই। এমন সময় ঈদে নতুন কাপড়ের কথা কল্পনাও করেননি। আজ এ কাপড় পেয়ে মহা খুশি তারা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলী আশরাফ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ঈদ উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান শিকদার, সহ-সভাপতি আল আমিন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপহার বিতরণের সময় মোহাম্মদ আলী আশরাফ বলেন, ‘আমি অতীতেও যে কোনো দুর্যোগে পটুয়াখালী সদর, দুমকি,মির্জাগঞ্জ উপজেলার কর্মহীন, গরীব, ও অসহায় মানুষের পাশে ছিলাম এখনও আছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকব। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই সময়ে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহারসামগ্রী নিয়ে এসেছি।’