রংপুরের পীরজাবাদ যুগীপাড়ায় সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে মাটিচাপা পড়ে বাদশা মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বিকেল সাড়ে ৫টায় বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করেন।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াহেদুল ইসলাম জানান, রংপুর নগরীর ১৩নং ওয়ার্ডের পীরজাবাদ যুগীপাড়ার সফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক খনন করতে গিয়ে দুপুর দেড়টার দিকে তিন শ্রমিক মাটিচাপা পড়েন।
‘খবর দিলে আমাদের কর্মীরা ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে বসির উদ্দিন ও রহমতকে উদ্ধার করে রংপুর মেডিক্যালে পাঠানো হয়। নিহত বাদশা মিয়ার মরদেহ উদ্ধার হয় সাড়ে ৫টার দিকে।’ আহত দুইজন সুস্থ রয়েছেন।
৪৫ বছর বয়সী বাদশার বাড়ি রংপুর নগরীর ৪নং ওয়ার্ড সিওবাজার সর্দারপাড়া এলাকায়।
নিহত বাদশা মিয়ার ছোট ভাই মিলন জানান, ঘটনাটি জানার পর তারা তাদের ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়কে সঙ্গে করে নিয়ে ঘটনাস্থলে এসেছেন। তারা বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করবেন।
রংপুর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় সাংবাদিকদের জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছে দুই পক্ষ। দেখা যাক কী হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, এটি একটি দুর্ঘটনা। দুইপক্ষ স্থানীয়ভাবে সমাধান করলে মরদেহ পরিবারের কাছে আইন অনুযায়ী হস্তান্তর করা হবে।