নোয়াখালী শহর মাইজদীতে যুবকের গলায় ছোরা ঠেকিয়ে ছিনতাইয়ের সময় নারীসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর এলাকার নাইস আবাসিক রেস্ট হাউসের সামনে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে ভুক্তভোগী মো. মোর্শেদ সুধারাম থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নজরুল ইসলাম, একই ইউনিয়নের রোজিনা বেগম এবং ধর্মপুর ইউনিয়নের হুমায়ুন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়।মামলায় বলা হয়, ভুক্তভোগী যুবক মাইজদীর বড় মসজিদের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় দত্তের হাট বাজারে যাচ্ছিলেন। আসামিরা সিএনজিতে আগে থেকেই যাত্রী সেজে বসে ছিলেন। কৌশলে পকেটে হাত দিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে এক ছিনতাইকারীর হাত ধরে ফেলেন ওই যুবক। তখন ছিনতাইকারীরা তার গলায় একটি ছোরা ঠেকিয়ে চলন্ত অটোরিকশায় ছিনতাইয়ের চেষ্টা চালান। যুবকের চিৎকারে আশপাশের লোকজন অটোরিকশা থামিয়ে ছিনতাইকারীদের আটক করে পুলিশে দেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আসামিরা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের মঙ্গলবার সকালে বিচারিক আদালতে নেয়া হবে।