বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার উদ্যোগে ‘অদম্য পাঠশালা’র শিক্ষার্থীদের জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে মাগুরা সদরের দোয়ারপাড়ায় ওই পাঠশালায় হেলথ ক্যাম্প পরিচালনা করেন শিশুরোগ বিশেষজ্ঞ আলী হাসান ফরিদ। এ সময় ৫০ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা দেয়া হয়।
পরে শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতাবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও আমরা দেখতে পাই চিকিৎসাসেবা বাণিজ্যিক উপকরণে পরিণত হয়েছে। টাকা থাকলে চিকিৎসা আছে না, থাকলে নেই-এই হচ্ছে বাস্তব অবস্থা।’
সভায় সবার চিকিৎসাসেবা নিশ্চিত, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানো এবং দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
সামনের দিনেও বাসদ আরও হেলথ ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
সভায় আলোচনা করেন ডা. আলী হাসান ফরিদ, বাসদের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আসাদুল ইসলাম আসাদসহ অনেকে।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাস্ক, সাবান, ভিটামিন সি ট্যাবলেট, খাবার স্যালাইন, টুথপেস্ট ও টুথব্রাশসহ একটি করে ব্যাগ বিতরণ করা হয়।
২০২০ সালের করোনার শুরুর দিকে অদম্য পাঠশালার পথচলা শুরু। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ‘করোনায় থামবে না পড়া’ স্লোগান নিয়ে মাগুড়া জেলা বাসদ এই শিক্ষা কার্যক্রম শুরু করে। এই পাঠশালায় মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার ছিন্নমূল এবং যারা বাড়িতে শিক্ষক রেখে পড়তে পারছে না, তাদের স্বেচ্ছায় পড়াচ্ছেন বাসদের সদস্যরা। অস্থায়ী এই পাঠশালাটি দোয়ারপাড়া এলাকার দক্ষিণদিকে একটি খোলা মাঠে বসে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০ জন।
পাঠশালাটি পরিচালনা করছেন বাসদের নেতা শম্পা বসু।