নারায়ণগঞ্জ নগরীর দিগু বাবুর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।নগরীর দিগু বাবুর বাজারের মীর জুমলা সড়কের মুরগিপট্টি এলাকায় সোমবার বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় লোকজন জানান, দোকানগুলোতে খাবার তৈরির মাসলা, চাল, ডাল, তেল ও ঈদের সেমাই, চিনি, নারিকেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। একটি দোকানের পেছন থেকে আগুন লাগে। পরে দ্রুত পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে জানান, একটি দোকানে ওয়েল্ডিং হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে অন্তত ১০টি দোকান পুড়েছে। মন্ডলপাড়া, হাজীগঞ্জসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।আগুনে ক্ষতিগ্রস্ত এক দোকানি বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানি ও আড়ত থেকে বাকিতে বাড়তি মালামাল দোকানে উঠিয়েছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।