বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুরি হওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার

  •    
  • ১০ মে, ২০২১ ১৮:০৯

ওসি জানান, গত কয়েক মাসে চুয়াডাঙ্গা সদরে বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ পাওয়া যায়। রোববার সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সাতটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গায় বিভিন্ন সময় চুরি হওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রমজান আলীর বাড়ি শহরের কাঠপট্টি এলাকায়।

সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে এ কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।

তিনি জানান, গত কয়েক মাসে চুয়াডাঙ্গা সদরে বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন অভিযুক্তদের ধরার চেষ্টা করছিলেন। এরপর রোববার সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে চোরচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সাতটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির সঙ্গে জড়িত বাকিদেরও ধরতে চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলন শেষে প্রকৃত মালিকদের উদ্ধার মোবাইল ও ল্যাপটপ ফেরত দেয়া হয়।

এ বিভাগের আরো খবর