বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক ১

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ মে, ২০২১ ১৮:০৯

রোববার রাত ১২টার দিকে গ্রেপ্তার ওই ব্যক্তিসহ সাত-আট সদস্যের একটি ডাকাতদল ফরিদপুরের নয়াকান্দি গ্রামে প্রবেশ করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

ফরিদপুরের সদরপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাকে পুলিশের করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার দুপুরে গ্রেপ্তার আলী মিয়াকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

রোববার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে আলী মিয়াকে আটক করা হয় বলে নিউজবাংলাকে জানান সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

গ্রেপ্তার আলী মিয়ার বাড়ি নগরকান্দা উপজেলার ফুলসতি ইউনিয়নের চুকাইর গ্রামে।

ওসি সুব্রত জানান, রোববার রাত ১২টার দিকে আলী মিয়াসহ সাত-আট সদস্যের একটি ডাকাতদল নয়াকান্দি গ্রামে প্রবেশ করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে সদরপুর থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। পালানোর সময় আলী মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে চাপাতিসহ দেশীয় কয়েকটি ধারালো অস্ত্র পাওয়া যায়।

ওসি আরও জানান, আলীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় এবং ফরিদপুরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার একাধিক মামলা আছে।

সদরপুর থানায় ডাকাতি প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলী মিয়াকে ফরিদপুর আদালতে উপস্থিত করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ বিভাগের আরো খবর