হবিগঞ্জের বাহুবল উপজেলায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে।
উপজেলার জারিয়া গ্রামের বিধান দেবনাথের ঘরে সোমবার দুপুরে আগুন লাগে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই পুড়ে যায় সব।
বিধান দেবনাথ জানান, দুপুরে হঠাৎ তার ঘরে আগুন লাগে। মুহূর্তে তা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরে থাকা সবাই দ্রুত বেরিয়ে আসলেও কোনো মালপত্র বের করতে পারেননি।
তিনি আরও জানান, প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সব পুড়ে যায়।
আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, কীভাবে আগুন লাগল তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও কিছু আর্থিক সহায়তা দেয়া হবে।