কুমিল্লায় অভিযান চালিয়ে দুইজন অপহৃতকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই সময় অপহরণ চক্রের এক নারীসহ তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোমবার কুমিল্লার র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব নিউজবাংলাকে এ তথ্য জানান। রোববার গভীর রাতে সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।
উদ্ধার করা ব্যক্তিরা হলেন বরুড়া উপজেলার নাটেহর গ্রামের মো. জালাল হোসেন ও মো. মাসুদ রানা।
গ্রেপ্তার অপহরণকারীরা হলেন সদর উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের রীনা আক্তার, শংকপুর গ্রামের শাহা পরান ও বুড়িচং থানার এবদারপুর গ্রামের শরিফ ইসলাম।
মেজর তালুকদার জানান, রোববার দুপুরে কুমিল্লা সদর উপজেলার কান্দিরপাড়ে মোবাইল কিনতে আসেন জালাল ও মাসুদ। তবে পর্যাপ্ত টাকা না থাকায় তারা বাড়ি ফিরে যাচ্ছিলেন। পথে কোটবাড়ী বিশ্বরোড এলাকায় তাদের কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে যান শাহা পরান ও শরিফ।
পরে জালাল ও মাসুদের পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়। তারা বিষয়টি র্যাবকে জানায়। পরে র্যাব-১১-এর একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে অপহরণকারী দলের তিন সদস্যকে আটক করে। এ সময় অপহরণকারীদের কাছ থেকে জালাল ও মাসুদকে উদ্ধার করা হয়।
অপহরণের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু, একটি মোটরসাইকেল সাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজন অনেক আগে থেকেই অপহরণমূলক কাজের সঙ্গে যুক্ত বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সোমবার সকালে আটক তিন অপহরণকারীকে কুমিল্লা সদর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, আটক তিনজনকে সকালে থানায় হস্তান্তর করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।