বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

  •    
  • ১০ মে, ২০২১ ০৯:৫২

স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন মোহর মোল্লা। রোববার সন্ধ্যার পর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে যান। এ সময় বিছানায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

নাটোরের বাগাতিপাড়ায় নিজ ঘর থেকে মোহর মোল্লা নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হিজলী দিঘাপাড়া গ্রাম থেকে রোববার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন মোহর মোল্লা। রোববার সন্ধ্যার পর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে যান।

এ সময় বিছানায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড, তা জানা যায়নি এখনও। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এর আগে ৭ মে একই উপজেলার জামনগর পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ঘটনার রহস্য এখনও উদঘাটন হয়নি।

এ বিভাগের আরো খবর