ময়মনসিংহে নিষিদ্ধ পলিথিন বাণিজ্যিক উদ্দেশ্যে মজুত, সরবরাহ ও বিপণনের দায়ে বিনয় কুমার রায় নামের এক পাইকারি ব্যবসায়ীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর ট্রাকভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
নগরীর স্বদেশী বাজারে রোববার বিকেলে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল হক। অভিযানে অংশ নেয় র্যাব-১৪ এর একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল হক বলেন, একটি ট্রাকে প্রায় ১৫ টন নিষিদ্ধ পলিথিন বিপণনের জন্যে সরবরাহের সময় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ সময় পাইকারি ব্যবসায়ী বিনয় কুমার রায়ের কাছ থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে নগরীর মেছুয়া বাজারে অভিযান চালিয়ে নকল প্রসাধনী বিক্রির দায়ে পি.কে এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল হক।