চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের মুখ আগুন দিয়ে পুড়িয়ে খোলার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার সদস্য।
উপজেলার গুড়ুম ছড়া ইছাক সদাগরের বাড়িতে রোববার বিকেল পাঁচটার দিক এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আব্দুল রহমান, তার ছেলে আরব আলী, ছেলের স্ত্রী তানজিনা আক্তার ও নাতি মো. ফরহাদ।
আব্দুল রহমানের ভাতিজা ইয়ার আহম্মেদ নিউজবাংলাকে জানান, রোববার বিকেলে ১২ লিটারের একটি গ্যাস সিলিন্ডার কিনে আনার পর সেটির প্লাস্টিকের ক্যাপ খোলার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু ক্যাপ না খুললে আগুন দিয়ে গলানোর চেষ্টা করা হয়।
এ সময় আগুন ধরে যায়। আগুন সারা ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা চারজনই দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাত আটটার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হলে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সবার অবস্থা আশঙ্কামুক্ত।