পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষে শেরপুরে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের ২০/২১ অর্থবছরে বরাদ্দ দেয়া ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।
রোবববার দুপুরে শেরপুর জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা বিতরণ করেন হুইপ আতিক।অর্থ সহায়তা দেয়ার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হুইপকন্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অমি, জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় হুইপ আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে বিভিন্ন অর্থ ও খাদ্য সহায়তা দেন, পরে আমরা আপনাদের মাঝে তা বিতরণ করি। শেখ হাসিনা দেশের মানুষের জন্য খুব চিন্তা করেন, তাদের কথা ভাবেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে রয়েছেন।