ভোলা সদর হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরি সেবা দিতে ব্যক্তিগত উদ্যোগে দুটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলামের কাছে ন্যাজাল ক্যানোলা দুটি হস্তান্তর করেন তিনি। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার জন্যই ক্যানোলা দুটি দিয়েছি।’
সরকারের পাশাপাশি দেশের সবাইর কোভিডের ভয়াবহতা মোকাবিলায় এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।
তিনি বলেন,‘ভোলায় করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ মোকাবিলা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আমরা মানুষের সেবার চেষ্টা করে যাচ্ছি।
সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ‘করোনা আক্রান্ত রোগীর জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেশিনটি করোনা রোগীদের দুভোর্গ কিছুটা হলেও লাঘব করবে।
ভোলা সদর হাসপাতালে এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা হলো ৮টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ অনেকে।