বরগুনায় যুবককে কুপিয়ে জখম করার মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকেরগঞ্জ উপজেলা থেকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসুফ শরীফ বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। বাকিরা হলেন মো. জাফর, মো. ফারুক ও মো. শাহীন।
মামলার এজাহারে বলা হয়েছে, ইউপি নির্বাচন নিয়ে বিরোধিতার জেরে গত ২৩ মার্চ রাত ১০টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ শরীফ তার প্রতিপক্ষ শিপন জমাদ্দারের সমর্থক রফিক বিশ্বাসকে কুপিয়ে ফেলে রেখে যায়। বেতাগী উপজেলার সরিষামুড়ির ভোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সেখান থেকে রফিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ২৫ মার্চ রফিকের ভাই আজীম বিশ্বাস ১৪ জনের নামে বেতাগী থানায় মামলা করতে গেলে তার মামলা নেয়নি পুলিশ। রফিক সুস্থ হয়ে ঢাকা থেকে ফিরে ৮ এপ্রিল থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিলে তার ভাইয়ের মামলা নেয়া হয়।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদী হাসান নিউজবাংলাকে জানান, এতদিন শরীফ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। রোববার বিকেলে তাকে পাশের উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ইউপি নির্বাচনকেন্দ্রিক বিরোধিতার জেরে ২০২০ সালের ২০ নভেম্বর বিকেলে সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়িতে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় ইউসুফ শরীফ ও তার দুই ছেলেসহ ১৪ জনকে আসামি করে বেতাগী থানায় মামলা করা হয়। ২০২১ সালের ১৮ মার্চ এই মামলায় শরীফ হাইকোর্ট থেকে জামিন নেন।