শিশুটির স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসলে নামে ওমর। এ সময় প্লাস্টিকের খালি তেলের গ্যালন নিয়ে সাঁতার কাটছিল সে। হঠাৎ গ্যালনটি ছুটে গেলে শিশুটি ডুবে যায়।
চাঁদপুরে সাঁতার শেখার সময় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শহরের ট্রাক রোড এলাকায় রোববার দুপুরে এই প্রাণহানি হয়।
মৃত ওমর ফারুকের বয়স সাত বছর। সে ওই এলাকার জাকির হোসেন রঞ্জুর ছেলে।
শিশুটির স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসলে নামে ওমর। এ সময় প্লাস্টিকের খালি তেলের গ্যালন নিয়ে সাঁতার কাটছিল সে। হঠাৎ গ্যালনটি ছুটে গেলে শিশুটি ডুবে যায়।
ওমরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘এ ধরনের একটি খবর পেয়েছি। কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।