জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, কি কারণে ডলফিনটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে অবস্থা বেশি খারাপ হলে সেটি মাটিচাপা দেয়া হবে।
এক বছর আগে তিনটি মৃত ডলফিন ভেসে আসার পর আরাবও কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন।
লেম্বুর বন সংলগ্ন সৈকতে রোববার দুপুরে একটি মৃত ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভার কর্মকর্তাদের খবর দেন তারা।
স্থানীয়রা জানান, ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।
১০ ফুট লম্বা ডলফিনটি ঠিক কি কারণে মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, কি কারণে ডলফিনটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে অবস্থা বেশি খারাপ হলে সেটি মাটিচাপা দেয়া হবে।