নেত্রকোণায় সরকারিভাবে চলতি মৌসুমের বোরো চাল কেনা শুরু হয়েছে। জেলার চালকলগুলো থেকে সরকার প্রায় ৪৪ হাজার টন সেদ্ধ চাল কেনার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সদর উপজেলা খাদ্যগুদামে রোববার সকাল পৌনে ১০টার দিকে এই চাল কেনা উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা জানান, চলতি বোরো সেদ্ধ চালের বরাদ্দ এসেছে ৪৩ হাজার ৭৩৮ মেট্রিক টন। ৪০ টাকা কেজি মূল্যে এই চাল কিনতে জেলার ২৪২টি চালকলের সঙ্গে চুক্তি করা হচ্ছে।
এর মধ্যে ৭৮টি হাসকিং, ১১৬টি সেমি অটো ও ৪৮টি অটো চালকল রয়েছে। চাল কেনার প্রথম দিন দীনা আশরাফ অটো রাইস মিল, এআর খান পাঠান অটো রাইস মিল ও রেজভী রাইসটেক রাইস মিল থেকে ২০০ টন চাল কেনা হয়।
জেলায় ১৩ খাদ্য গুদামে কার্যকর ধারণক্ষমতা রয়েছে ১৯ হাজার টন। বর্তমানে গুদামে প্রায় ৩ হাজার টন খাদ্য মজুত আছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আরও জানান, সরকারের বিভিন্ন কর্মসূচিতে খাদ্যশস্য বিতরণ করায় একদিকে গুদাম খালি হচ্ছে আবার খালি স্থানে খাদ্যশস্য মজুত করা হচ্ছে।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচআর খান পাঠান সাকি বলেন, জেলায় যে বরাদ্দ এসেছে তা জেলা ধান-চাল কেনা কমিটি সুষম বণ্টন করে দিয়েছে চালকলগুলোতে। হাসকিং ও সেমি অটো চালকলগুলোতে সর্বোচ্চ ৬৫ টন আর অটো চালকলগুলোতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টন চাল সরবরাহের জন্যে বণ্টন করে দেয়া হয়েছে। এতে জেলার মিলাররা খুশি।
এর আগে ২৮ এপ্রিল জেলায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়। সরকার জেলায় ধান কিনবে ২৫ হাজার ২৪৯ মেট্রিক টন।
চাল কেনা উদ্বোধনের সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদা আক্তার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচআর খান পাঠান সাকি, সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।