খুলনার দাকোপ থেকে দেশী অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানায় র্যাব-৬।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার ছোট চালনা থেকে শুক্রবার রাতে র্যাব-৬-এর একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার মৌখালি গ্রামের হালিম গাজী এবং মোদাচ্ছের শেখ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দাকোপ থানার ছোট চালনা গ্রামের মেহেদী হাসান লিমন এর দোকানে কয়েকজন অস্ত্র বেচাকেনা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে হালিম গাজী ও মোদাচ্ছের শেখকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে একটি দেশী পাইপগান, একটি মোটর সাইকেল এবং ১৪ হাজার এক শ টাকা উদ্ধার করে।
আটক দুইজনকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছ এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।