করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের কারণে খুলনায় কর্মহীন হয়ে পড়া সাড়ে তিন শ নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে ত্রাণ হিসেব তাদের পাঁচ কেজি করে চাল দেয়া হয়।
নগরীর রূপসা হাই স্কুলে শনিবার দুপুরে সংসদ সদস্যের পক্ষে ত্রাণ বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় সিটি মেয়র বলেন, ‘সরকার ত্রাণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করছে এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণও করছে। এই মহামারিতে সমাজের নিম্ন আয়ের মানুষের সাহায্যের জন্য সবার এগিয়ে আসা প্রয়োজন। করোনার কারণে কর্মহীনদের কষ্ট কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা ও প্রণোদনা দিচ্ছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক একেএম শাহজাহান কচি। উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম টুটুলসহ অনেকে।
এর আগে সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক ভবনে বাগেরহাট জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ছয় শ পরিবারের মধ্যে পাঁচশ করে টাকা এবং খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে মিলনায়তনে এক শ প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন মেয়র।
এ সময় প্যানেল মেয়র আলী আকবার টিপু, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবালসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিকেলে সিটি মেয়র ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাঙ্গণে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৪২৮ জন শ্রমজীবীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।