চুয়াডাঙ্গার দর্শনায় মাদক কারবারিদের হামলায় চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন হাসেম আলী, তার ছেলে খাইরুল ইসলাম ও একই গ্রামের আব্দুল হাকিম।
আহত চার পুলিশ কর্মকর্তা হলেন দর্শনা থানার উপপরিদর্শক মাহমুদুল হক, উপসহকারী পরিদর্শক মোহাম্মদ শাহিন, মামুন আলী ও ইদ্রিস আলী।
পুলিশ জানায়, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ঈশ্বরচন্দ্রপুরের হাসেম আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ২৬ বোতল ফেনসিডিলসহ হাসেমকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে হামলা চালায় ছেলে খায়রুল ইসলামসহ আব্দুল হাকিম ও কয়েকজন।
তারা আরও জানায়, এ সময় সংঘর্ষে চার পুলিশসহ আটক তিনজনও আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
আহত পুলিশ কর্মকর্তাদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, খাইরুলের বাড়িতে মাদক উদ্ধারে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। আটক তিনজনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদক আইনে দুটি মামলা হবে।