জয়পুরহাটে কর্মহীন ৬ হাজার পরিবহন শ্রমিককে ঈদ উপহার দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসক শরীফুল ইসলাম শ্রমিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
রফিকুল ইসলাম রফিক বলেন, করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মোটর মালিক ও শ্রমিকরা। বর্তমান পরিস্থিতিতে মানবতের জীবন-যাপন করা শ্রমিকদের অনেকেই পাননি প্রণোদনা।
অসহায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের কাছে নানা দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
পরে ঈদ উপহার হিসেবে প্রত্যেক শ্রমিককে এক কেজি করে সেমাই, চিনি, আটা, কৌটা দুধ, ১০ কেজি চাল, একটি লুঙ্গি, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক প্রদান করা হয়।