বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উদ্ধারের পর অবমুক্ত ২০টি ঘুঘু-ডাহুক

  •    
  • ৮ মে, ২০২১ ১৯:৩৩

শনিবার দুপুরে জেলা বন কর্মকর্তার বাস ভবনের সামনে ‘এনিম্যাল লাভারস অফ পটুয়াখাল’ নামের একটি সংগঠনের সহযোগিতায় পাখিগুলো অবমুক্ত করা হয়।

পটুয়াখালীতে এক পাখি শিকারীর কাছ থেকে ১৮ টি ঘুঘু ও ২ টি ডাহুক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা বন কর্মকর্তার বাস ভবনের সামনে ‘এনিম্যাল লাভারস অফ পটুয়াখাল’ নামের একটি সংগঠনের সহযোগিতায় পাখিগুলো অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম ও রেঞ্জ কর্মকর্তা প্রণব দাস, এনিম্যাল লাভারস অফ পটুয়াখালীর সভাপতি নওসিন আফরোজ, সদস্য নাঈম ও আসাদুল্লাহ হাসান মুসা।

নওসিন আফরোজ বলেন, ‘শুক্রবার বিকেলে জানতে পারি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালি গ্রামের পাখি শিকারী সুলতান ফকিরের বাসায় কিছু পাখি বন্দি রয়েছে। তার বাড়িতে গিয়ে ১৮টি ঘুঘু ও দুটি ডাহুক পাখি খাঁচাবন্দি অবস্থায় পাই। সুলতানকে পরে বণ্যপ্রাণী সংরক্ষণের কার্যকারিতা বোঝানো হলে তিনি আর কখনও পাখি শিকার করবেননা বলে প্রতিজ্ঞা করেছেন।’

তিনি আরও জানান, বন্দি পাখি উদ্ধার করতে গিয়ে প্রায়ই গ্রামে-গঞ্জে পাখি শিকারিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। শিকারিরা প্রথমে শিকার করা পাখিগুলো দিতে চাননা। পরে আইন ও জরিমানা সম্পর্কে সচেতন করলে পাখি ছেড়ে দেন।

নওসিন জানান, এর আগেও এনিম্যাল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা বিভিন্ন এলাকার পাখি শিকারীদের কাছ থেকে পাখি উদ্ধার করে বনবিভাগের মাধ্যমে উন্মুক্ত করেছেন।

পাখি শিকারি সুলতান ফকির জানান, শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তার কাছ থেকে চড়া দামে পাখি কিনে নেয়। আবার ঢাকা, চট্টগ্রাম থেকেও অনেকে এসে এসব ঘুঘু, ডাহুক, চড়ুইসহ আরও বিভিন্ন পাখি তার কাছ থেকে নিয়ে যায়।

বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সংগঠনটিকে আগেই আমরা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি পশু-পাখি অবমুক্ত করে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশের জন্যই বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। বনের পাখি শিকার করলে আইন অনুযায়ী কী শাস্তি আছে এবং পরিবেশের ওপর কী প্রভাব পরে- বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই।’

এনিমেল লাভারস অফ পটুয়াখালী একটি অলাভজনক ও ব্যক্তিগত তহবিলের মাধ্যমে পরিচালিত এবং প্রাণীদের জন্য কল্যাণমূলক সংগঠন। ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে এই সংগঠনের পথচলা শুরু। সংগঠনটি বন্য ও পোষা প্রাণীদের প্রতি সহিংসতা বন্ধ, মালিকানাহীন প্রাণীদের চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আশ্রয় নিশ্চত এবং জনসাধারণের মাঝে প্রাণীজীবন রক্ষার্থে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো খবর