দিনে ফেরি বন্ধ থাকার ঘোষণা সত্ত্বেও সকালে একটি ফেরি ছাড়ার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আরও দুটি ফেরি ছেড়ে গেছে।
৩ নম্বর ঘাট থেকে এনায়েতপুরী ও ২ নম্বর ঘাট থেকে ফেরি শাহ পরান শনিবার বেলা ১২টার দিকে ছেড়ে যায়।
ধারণা করা হচ্ছে, ফেরিগুলোতে ১২ হাজারের মতো যাত্রী পার হয়েছেন।
শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ নিউজবাংলাকে জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা নিয়ে ফেরিগুলো ছাড়া হয়েছে। কয়েকটি অ্যাম্বুলেন্স পার করার জন্য ফেরি ছাড়া হলে তাতে বিপুল পরিমাণ যাত্রী উঠে পড়ে।
এর আগে শিমুলিয়াঘাট থেকে শনিবার সকাল ৯টার দিকে ‘কুঞ্জলতা’ নামে একট ফেরি বাংলাবাজার ঘাটে যেতে দেখা গেছে। সেই ফেরিতেও বিপুল সংখ্যক যাত্রী ছিলেন।
শুক্রবার রাতে করোনাভাইরাসের বিস্তার রোধে হঠাৎ সরকারি নির্দেশনা অনুযায়ী পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে।