দিনাজপুরে একটি ডাকাতি মামলায় সুজন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানায় র্যাব-১৩।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে সুজনকে গ্রেপ্তার করা হয়। সুজন মিয়া একই উপজেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ এপ্রিল দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় হাকিমপুর থানা পুলিশ এক ডাকাতকে আটক করে। এই ঘটনায় হাকিমপুর থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পরবর্তীতে র্যাব পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। অভিযান চালিয়ে ওই মামলায় সুজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে সুজনকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।