চট্টগ্রামের চান্দগাঁওয়ে তারবির নামাজ নিয়ে সহিংসতার ঘটনার মামলায় দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
শুক্রবার মধ্যরাতে কফিল উদ্দিন নামের একজনকে ও শুক্রবার দুপুরে আলী হায়দার নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনকেই নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি শনিবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, আলী হায়দারকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ও কফিল উদ্দিনকে শনিবার বেলা দুইটায় আদালতে তোলা হবে।
ওসি মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘রমজানের শুরুর দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের জামে মসজিদে তারাবির নামাজ পড়া নিয়ে সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছি আমরা।
‘তবে বর্তমানে প্রকাশ্যে জামায়াতের সাংগঠনিক তৎপরতা না থাকায় কফিলের সাংগঠনিক পদ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। অন্যদিকে হায়দার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথি। বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘তারা দুজনই সংহিতার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে কফিলের নামে আগে থেকেই পাঁচলাইশ থানায় বিস্ফোরক ও নাশকতার দুটি মামলা রয়েছে।’