বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হত্যা মামলার বাদীর ওপর হামলা, গ্রেপ্তার ৫

  •    
  • ৮ মে, ২০২১ ০২:১৩

স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র নিহত হন গত বছর। সে মামলার চার্জশিট দেয়া হয়েছে বুধবার। আসামি পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতাসহ ১৯ জন। চার্জশিট দেয়ার এক দিন পরই হামলার শিকার হন মামলার বাদী।

ময়মনসিংহের গৌরীপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আবিদুর রহমান নামের এক ব্যক্তি। তিনি গত বছর নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রর ভাই।

শুভ্র হত্যা মামলার বাদীও তিনি। এ মামলার চার্জশিট দাখিল হলে আসামিরা ক্ষুব্ধ হয়ে আবিদুর রহমানের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় আহত আবিদুর রহমান শুক্রবার বিকেলে গৌরীপুর থানায় মামলা করেছেন। আসামি করা হয়েছে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুনসহ ২৬ জনকে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জন আসামি রয়েছেন।

বাদী আবিদুর রহমান নিউজবাংলাকে জানান, শুভ্র হত্যা মামলার বাদী হওয়ার কারণেই এ হামলা। বৃহস্পতিবার রাতে তিনি মিরিকপুর গ্রামে একজন রোগীকে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় কয়েকজন তার ওপর হামলা চালায়। তারা মারধরের পাশাপাশি চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।

পৌর শহরের পানমহালে গত বছর ১৭ অক্টোবর একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ্রকে। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান মামলা করেন।

মামলায় আসামি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউপির চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৪ জনকে। অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫ মে চার্জশিট জমা দিয়েছে। সেখানে অভিযোগ দাখিল করা হয়েছে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৯ জনের বিরুদ্ধে। চার্জশিট জমা দেয়ার এক দিন পরই বাদী হামলার শিকার হওয়ায় এ ঘটনায় আসামিদের যোগসূত্র আছে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে হামলার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, মোহাম্মদ আনিছ, প্রদীপ বাগচী, শহীদুল ইসলাম শহীদ ও শ্যামল সরকারকে।

শুভ্রর চাচা সাদেকুর রহমান সেলিম বলেন, ‘শুভ্র হত্যা মামলার অভিযোগপত্রে মেয়র রফিকুল ইসলামের নাম থাকায় হুমকি দেয়া হচ্ছিল। কয়েক দফায় আমাদের ওপর হামলাও হয়েছে ‘

এ বিষয়ে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হয়রানিমূলক মামলা করা হচ্ছে। শুভ্র হত্যা মামলায় আসামি করা হয়েছে। আবার এখন বাদীর ওপর হামলার নাটক সাজিয়ে মামলা করা হয়েছে। আমি আইনিভাবে সবকিছু মোকাবিলা করব।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, হত্যা মামলার বাদীর ওপর হামলার ঘটনায় পৃথক মামলা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর