নাটোরের নলডাঙ্গায় পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে তিনটি কম্পিউটার ও সাতটি হার্ডডিস্ক।
শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর, নসরেতপুর ও মমিনপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মির্জাপুর বাজারের সিডি ব্যবসায়ী সাজেদুর রহমান, নসরেতপুর বাজারের রবিন হোসেন ও মোমিনপুরের লিটন কুমার সরদার।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মির্জা সালাহ্উদ্দিন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মির্জাপুর, নসরেতপুর ও মমিনপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তিনটি কম্পিউটার ও সাতটি হার্ডডিস্কে পর্নো ভিডিও পাওয়া যায়।
তিনি আরও জানান, পর্নো ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে হস্তান্তরের অভিযোগে ওই সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, এসব পর্নো ভিডিও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রির করতেন তারা।