বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় যুবক হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার

  •    
  • ৮ মে, ২০২১ ০০:২০

পূর্ব শত্রুতার জের ধরে নগরীর ছোট বয়রা ক্রস রোড এলাকায় ৪ মে আনুমানিক সাড়ে ৮টার দিকে ১০/১২ জনের এক দল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে নেওয়াজ মোর্শেদকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার সোনাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে এস এম নেওয়াজ মোর্শেদ নামে এক যুবক খুনের ঘটনায় আরও ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যয় র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার লবণচরা থানার নিচ খামার এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। এদের মধ্যে মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মো. ইয়াছিন হোসেন । অপরজন মো. ইনছান শরিফ । গ্রেপ্তার আসামিদের কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে নগরীর ছোট বয়রা ক্রস রোড এলাকায় ৪ মে আনুমানিক সাড়ে ৮টার দিকে ১০/১২ জনের এক দল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে নেওয়াজ মোর্শেদকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. শামিম সোনাডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামালা দায়ের করেন।

পরদিন মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই মোঃ সোবহান মোল্লা, এ হত্যা মামলার আসামি নুর ইসলামকে খুমেক হাসপাতালের পেছন থেকে গ্রেপ্তার করে। তিনি পুলিশের কাছে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন।

মামলার আলামত হিসেবে পুলিশ সেখান থেকে একটি টুপি, রক্তমাখা একজোড়া বার্মিজ স্যান্ডেল ও গরু জবাই করার ধারালো ছুরি উদ্ধার করেছে।

এ বিভাগের আরো খবর