হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে পাঠানো হয়েছে। সিলেট থেকে গ্রেপ্তার শাহীনুর পাশা হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
পুলিশ জানায়, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া হেফাজতের তাণ্ডবের ঘটনায় একটি মামলার আসামি হিসেবে শুক্রবার আদালতে হাজির করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহারিয়ার রহমান বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে শাহীনুর পাশাকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের পুলিশ পরিদর্শক কাজী মো. দিদারুল আলম বলেন, ‘সিআইডি শাহীনুর পাশাকে আদালতে হাজির করেছিল। বিকেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে বিরোধিতা করে হেফাজতের নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় সদর উপজেলার ভূমি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়। এ মামলার পলাতক আসামি শাহীনুরকে বৃহস্পতিবার সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।