সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘করোনায় আজ পৃথিবীর বড় বড় দেশ আক্রান্ত। কিন্তু সে তুলনায় আমাদের দেশ ভালো আছে। করোনার সময় প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপ বাস্তবসম্মত, যা দেশের মানুষ গ্রহণ করেছে।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। আস্তে আস্তে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। তিনি বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। গরিব মানুষকে নগদ অর্থ দিয়েছেন, কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ করেছেন। এমন কোনো দুঃখী গরিব মানুষ নাই যার কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ পৌঁছায়নি।
শুক্রবার বিকেলে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ও দুস্থ মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ সব কথা বলেন।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ১০ হাজার দরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান ও ৩ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছেন।
শুক্রবার থেকে আগামী ১০ মে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ করা হবে। তোফায়েল আহমেদের পক্ষে দুস্থদের মধ্যে অর্থ সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খায়রুল হাসান খোকন।
তোফায়েল আহমেদ বলেন, ভোলার মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনেক টাকা পেয়েছেন। এজন্য তিনি ভোলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ভোলার চারজন সংসদ সদস্যই সাধারণ মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ভোলায় আজকে যে এত উন্নয়ন হয়েছে, এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আগামী দিনে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা।