চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে স্থানীয় মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার একটি গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করে স্থানীয় লোকজন।
বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার এ মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, কয়েক মাস আগে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন স্থানীয় একটি জামে মসজিদের ইমাম। বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটি ও এলাকার গণ্যমান্যরা ইমামকে সর্তক করেন।
তারা আরও জানায়, সতর্ক করার পরও বৃহস্পতিবার রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যান ইমাম। স্থানীয় যুবকরা সেখান থেকে তাদের আটকের পর পুলিশকে জানান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে ইমাম ও প্রবাসীর স্ত্রীকে থানায় নিয়ে আসে। মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।