বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে ১৬ প্যাকেট গলদার রেণুসহ গ্রেপ্তার ৩

  •    
  • ৭ মে, ২০২১ ১৯:৪৭

কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের পরিচয় দিয়ে ওই রেনু পোনা পাচার করে থাকে রবিউল ইসলাম সরদার। এ পাচার বন্ধ করার জন্য এলাকার কয়েকজন যুবক সচেতন ছিলেন।

ভারত থেকে অবৈধপথে নিয়ে আসার সময় ১৬ প্যাকেট গলদা চিংড়ির রেণুসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গান্ধুলিয়া মোড়ে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম সরদার, একই উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের প্রাইভেটকার চালক মিল্টন মোড়ল ও নাংলা গ্রামের বাসিন্দা রবিউল আওয়াল।কালীগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম জানান, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চোখ ফাঁকি দিয়ে বাঁশঝেড়িয়া সীমান্ত দিয়ে প্রতিদিন ভোরে গলদার রেণু অবৈধপথে বাংলাদেশে ঢুকছে। প্রাইভেটকার ও মোটর সাইকেলযোগে ওই মাছের রেনু দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে মাছের সেটে নিয়ে যাওয়া হয়।কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের পরিচয় দিয়ে ওই রেণু-পোনা পাচার করে থাকে রবিউল ইসলাম সরদার। এ পাচার বন্ধ করার জন্য এলাকার কয়েকজন যুবক সচেতন ছিলেন।রবিউল ইসলাম আরও জানান, শুক্রবার ভোর চারটার দিকে ঢাকা মেট্রো-গ-১১-৩৫৬৩ নীল রং এর একটি প্রাইভেটকার ও তার পিছনে থাকা সাতক্ষীরা- ল-১২-১৫৬০ এর একটি লাল রং এর পালচার মোটর সাইকেল গান্দুলিয়া মোড়ে আটক করা হয়। প্রাইভেটকারের মধ্যে ১৬ প্যাকেট ( বল ) গলদা রেণু দেখতে পান তারা। আটক করেই ফোন দেওয়া হয় ৯৯৯ এ। এরপরপরই ৪টা ০৫ মিনিটে একটি নম্বর থেকে নিজেকে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম পরিচয়ে তার নিজস্ব মুঠো ফোন থেকে জানায় রেনু পোনা তার বলে গাড়ি ছেড়ে দিতে বলেন।

ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ পারুলিয়া গ্রামের রবিউল ইসলাম, প্রাইভেটকার চালক একই গ্রামের মিল্টন মোড়ল ও নাংলা গ্রামের রবিউল আওয়ালকে আটক করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম জানান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে বলায় তিনি ওই নাম্বারে ফোন করেছিলেন।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, জব্দকৃত গলদা রেণুর দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা জমা দেওয়ার পর তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তবে প্রাইভেটকার ও মোটর সাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় দুইজনকে থানায় আটক রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর