মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সানগ্লাস ও চশমার ফ্রেমসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বেলা ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির বাড়ি উপজেলার মতিগঞ্জ এলাকায়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিদ্যাবিল মংলাম এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় শিববাড়ি বাজার পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে একটি পিকআপের গতিরোধ করে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িতে থাকা ভারত থেকে অবৈধভাবে আনা চোরাচালানের চশমা ও সানগ্লাসগুলো জব্দ করা হয়।
২১টি বস্তায় ৯৩২টি বক্সের মধ্যে ১৮ হাজার ৮৫২টি বিভিন্ন ব্র্যান্ডের চশমার ফ্রেম ও সানগ্লাস জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৬ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসান নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, ডিআইও-১ আবু তাহের ও জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক বদিউজ্জামান।