বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

  •    
  • ৭ মে, ২০২১ ১৭:২৬

শুক্রবার সকালে শাহবাজপুর গ্রামে বোরো ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদিঘী হাওর এলাকায় ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

ফতেপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন সুন্দর মিয়া ও তার স্ত্রী রায়না বেগম, আরিফ উল্যাহ, আলম মিয়া, সোহেল মিয়া, রুমান মিয়া, মাছুম মিয়া, আজমল মিয়া, পারভেজ মিয়া ও ছাদিক মিয়া।

রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন নিউজবাংলাকে জানান, শুক্রবার সকালে শাহবাজপুর গ্রামে বোরো ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এএসআই আরও জানান, সোহেল মিয়া জমিতে ধান রোপণ করেন। ধান পেকে গেলে সুন্দর মিয়া তা কাটতে যান। এ নিয়ে সংঘর্ষ বাধে। তাদের মধ্যে পূর্ব শত্রুতা আছে কি না তা জানা যায়নি।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার সাবিনা আহমেদ তিন্নি জানান, পারভেজ মিয়া ও ছাদিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের একজনের নাক ভিতরে ঢুকে গেছে ও মাথায় আঘাত আছে। অন্যজনের মাথার ভিতর দিয়ে গুলি যেভাবে বেরিয়ে যায় সেভাবে স্পট রয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জানান, উভয় পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর