নাটোরে ওহাব আলী মিয়াজী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার আগদিঘা কাঁটাখালি গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওহাব আলী মিয়াজীর বাড়ি একই এলাকায়। তার বয়স ৭০ বছর।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওহাব আলী মিয়াজী তার জমির ফসল দেখতে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফিরে যাননি তিনি।
রাতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয়রা ভুট্টাক্ষেতে ওহাব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আব্দুল মতিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি থেকে বাড়ি ফেরার পথে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরও মৃত্যুর কারণ বের করতে মরদেহের ময়নাতদন্ত করতে সদর হাসপাতারে মর্গে পাঠানো হয়েছে।