নেত্রকোণার মোহনগঞ্জে দুই দিন আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সোয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের শেখ ইসলামের পুকুরপাড়ে শুক্রবার বেলা ১১টার দিকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম রাজীবের বাড়ি মোহনগঞ্জ পৌর শহরের দেওথান এলাকায়। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, মোটরসাইকেলে যাত্রী নিয়ে বুধবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ সদর থেকে উপজেলার আদর্শনগরের উদ্দেশে রওনা হন রাজীব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভাটিয়া গ্রামের লোকজন পুকুরে মাটি খুঁড়তে গিয়ে বস্তায় ভরা মরদেহটি দেখে। খবর পেয়ে পুলিশে গিয়ে মাটি সরিয়ে বস্তা থেকে মরদেহটি উদ্ধার করে।
এরপরই ভাটিয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কালাম মেম্বারের বাড়ি থেকে রাজীবের মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেয়া হয়েছে বলেও জানান ওসি। তবে তাদের পরিচয় তিনি জানাননি।
ওসি বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়ে।
জেলার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস জানান, রাজীবকে হত্যার ঘটনাটির ছায়া তদন্ত করছেন তারা।