ঝিনাইদহ সদরের একটি গ্রামে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে মারা গেছে সাত মাসের শিশু।
সদর উপজেলার গান্না ইউনিয়নের ভাদালিডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় শুক্রবার সকালে আগুনের এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তানিশা। সে ওই গ্রামের দিনমজুর ইব্রাহিম হোসেনের মেয়ে।
গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, ইব্রাহিম সকালেই কাজের জন্য বের হয়ে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী পাপিয়া খাতুন ও দুই মেয়ে। সকাল ১০টার দিকে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরে রেখে বড় মেয়েকে নিয়ে পাশের পুকুরের দিকে হাঁস দেখতে যান পাপিয়া। তখনই হঠাৎ ঘরে আগুন জ্বলতে দেখে তারা। প্রতিবেশীরা গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসও। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি শামীমুল ইসলাম বলেন, আগুন নিভলে ঘরের ভেতরে পাওয়া যায় শিশু তানিশার দগ্ধ মরদেহ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনার পর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহীন সেখানে যান। তারা ওই পরিবারকে সহায়তার জন্য অর্থ, টিন ও কম্বল দেন। জেলা প্রশাসক মজিবর রহমানও তাদের ২০ হাজার টাকা ও ২০ কেজি চাল পাঠান।