সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বৃদ্ধ রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি শুক্রবার ভোরে উদ্ধার করা হয়।
মৃত মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার টাউনশ্রীপুর গ্রামে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল লতিফ নিউজবাংলাকে জানান, বুধবার মূত্রদ্বারের জ্বালাপোড়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এখানেই তার চিকিৎসা চলছিল। ভোরবেলা হাসপাতালের গ্রিলের সঙ্গে গলায় গেঞ্জি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
মৃতের পরিবারের ধারণা, শারীরিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।