চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।
নগরীর আকবর শাহ থানার বাতামতলী রোডের মকবুল মাস্টারের বাড়িতে শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলমের বাড়ি মীরসরাই উপজেলার আমবাড়িয়া এলাকায়। তিনি তার বোনের সঙ্গে নগরীর আকবার শাহ এলাকায় বসবাস করতেন।
দিদারুলের ভাগনি সেলিনা আক্তার নিউজবাংলাকে বলেন, ‘আমার মামা বাদামতলী রোডের একটি বাসায় কাজ করার সময় নিচে পড়ে আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে জানান, মকবুল মাস্টারের ভবনের নির্মাণকাজ করছিলেন দিদারুল। তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতায় নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন নিউজবাংলাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।