বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  •    
  • ৭ মে, ২০২১ ১৩:২৫

শুক্রবার সকালে চরচেঙ্গা বাজারে জেলেদের ত্রাণের চাল বিতরণ করছিলেন ইউপি চেয়ারম্যান নুর ইসলাম মালেশিয়া। তখন চাল দেয়ায় অনিয়মের অভিযোগ তোলে স্থানীয় লোকজন। এর জেরে শুরু হয় সংঘর্ষ।

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়নের চর চেঙ্গা বাজারে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে এই সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম জোবায়ের হোসেন। তিনি সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি সদস্যপ্রার্থী ছিলেন। তিনি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে চরচেঙ্গা বাজারে জেলেদের ত্রাণের চাল বিতরণ করছিলেন ইউপি চেয়ারম্যান নুর ইসলাম মালেশিয়া। তখন চাল দেয়ায় অনিয়মের অভিযোগ তোলে স্থানীয় লোকজন।

এ নিয়ে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক রাউন্ড গুলিও চলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। আহতরা সেখানে চিকিৎসাধীন।

এ বিষয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান বলেন, ‘সকালে চেয়ারম্যানের লোকজন বাজারে ত্রাণ বিতরণ করছিলেন। এ সময় আমার সমর্থক জোবায়ের ও ইরাক দোকানে বসা ছিল। কোনো প্রকার উস্কানি ছাড়াই চেয়ারম্যান নুরুল ইসলামের লোকজন দোকানে প্রবেশ করে জোবায়ের, তার ছেলে জীবন ও আমার কর্মী ইরাককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।’

অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ওসি আবুল খায়ের জানান, জোবায়েরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর