নীলফামারীতে গাছচাপায় ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা।
মৃত দম্পতি হলেন এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া ও মমেনা বেগম।
কুন্দপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল ওয়াহাব নিউজবাংলাকে জানান, ওই দম্পতি টিনশেডের ঘরে ঘুমাচ্ছিলেন। ঘরটির আশপাশে আম ও মেহগনি গাছ আছে। রাতে ঝোড়ো বাতাসে একটি গাছ ভেঙে তাদের ঘরের উপর পড়ে। এতে দুজনেরই মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘুটু মিয়া অটোরিকশার চালক ছিলেন। তাদের তিন সন্তান আছে। এক সন্তান বাড়িতে ছিল না। বাকি দুজন দাদা-দাদির সঙ্গে অন্য ঘরে থাকে। তারা অক্ষত আছে।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, মরদেহ উদ্ধার করে পারিবারিকভাবে দাফনের প্রক্রিয়া চলছে।