বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিরোধের জেরে’ আগুন, পুড়েছে ঘর ও গরু

  •    
  • ৭ মে, ২০২১ ১১:৪৬

বাড়ির মালিক গিয়াস উদ্দীনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দিয়েছে। এতে দুটি বসতঘর পুড়ে গেছে ও একটি গরুর মৃত্যু হয়েছে।

কুমিল্লার দেবীদ্বারের একটি বাড়িতে লাগা আগুনে পুড়ে গেছে দুটি ঘর ও একটি গরু। বাড়ির মালিক বলছেন, পূর্ব বিরোধের জেরে আগুন দেয়া হয়েছে।

দেবীদ্বার উপজেলার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক গিয়াস উদ্দীনের অভিযোগ, পারিবারিক কিছু বিষয় নিয়ে নিকটাত্মীয়ের সঙ্গে তার বিরোধ চলছিল বেশ কয়েক দিন ধরে। এর জেরে তার ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেয়া হয়েছে। তবে ওই নিকটাত্মীয়ের নাম বা বিরোধের কারণ জানাতে চাননি তিনি।

মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, আগুনের খবর পেয়ে রাত ১২টার দিকে তারা পৌঁছান। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তদন্তের পর তারা এ বিষয়ে জানাবে।

এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন গিয়াস উদ্দীন।

এ বিভাগের আরো খবর