বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন ঘরের ছাদে গলাকাটা অবস্থায় তানিশাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ফেনীর সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুটির নাম তানিশা ইসলাম। ১১ বছর বয়সী শিশুটি মাইজবাড়িয়া গ্রামের আলি আহমদ ভূঞা বাড়ির সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন ঘরের ছাদে গলাকাটা অবস্থায় তানিশাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও একাধিক পুলিশ সদস্য কাজ করছে।