গাজীপুরের কোনাবাড়ীতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
কোনাবাড়ী হরিণাচালা এলাকা থেকে বুধবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে বুধবার রাতে থানায় আসেন ওই নারী। তিনি বলেন, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। এর পর থেকেই বিভিন্ন সময় তার কাছে যৌতুক চাইতেন স্বামী। সবশেষ গত ৩ মে দুপুরে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। তা না দেয়ায় মারধর করা হয় তাকে।
একপর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন স্বামী। এ সময় আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ওসি জানান, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই গ্রেপ্তার করা হয় তার স্বামীকে। পরদিন সকালে ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।