ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেনী জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। ইয়াকুবের বাড়ি কসবা উপজেলার শ্যামবাড়িতে। তিনি জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের চালানো প্রতিটি তাণ্ডবের ঘটনায় ইয়াকুব ওসমানীর ইন্ধন ছিল। হেফাজতের হামলার ঘটনার মামলায় এ পর্যন্ত ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামি করা হয়। পুলিশ এ পর্যন্ত ৪৩৫ জনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়।
এ সময় তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, এসিল্যান্ডের কার্যালয়সহ সরকারি, বেসরকারি অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ।