হাতের কাঁচা মেহেদির রং এখনও শুকায়নি। সংসারের স্বপ্ন নিয়ে পথ শুরুর আগেই মিলল ঝুলন্ত মরদেহ। অভিযোগ রয়েছে, হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে তাকে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বারে ধামতী উত্তরপাড়া গ্রামে আম গাছে ঝুলন্ত অবস্থায় স্বর্ণা আক্তার মিম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দাবি, তার স্ত্রীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ১৯ এপ্রিল ধামতী উত্তরপাড়ার স্বর্ণা আক্তার মিমের সঙ্গে একই গ্রামের কামরুল হাসানের প্রেমের সম্পর্কের কারণে আদালতে বিয়ে হয়। ছেলের পরিবার বিয়ে মেনে না নেয়ায় মিম তার বড় বোনের বাড়িতে থাকতেন।
তারা জানান, মা নাজমা বেগম ঢাকায় যাওয়ার কারণে ছোট ভাইকে সঙ্গ দিতে ধামতী বাবার বাড়িতে আসেন মিম। বুধবার রাতে ছোট ভাইকে নিয়ে তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। ছোট ভাই ঘুম থেকে উঠে দেখে মিম ঘরে নেই। ঘরের পেছনের দরজা খোলা। একপর্যায়ে ঘরের পেছনে পুকুর পাড়ে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো মিমের মরদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।
স্বামী কামরুল হাসান জানান, তিনি পেশাগত কারণে কুমিল্লায় থাকেন। রাত ১২টার দিকে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। ভোররাতে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু সংবাদ পান।
তিনি বলেন, ‘আমার স্ত্রী আত্মহত্যা করতে পারে না। হয়তো তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় মিমের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কামরুল হাসানকে থানায় আনা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।