হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়া হয়েছে। এ সময় আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি খাসপাড়া এলাকায় বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ।
তিনি জানান, খাসপাড়া গ্রামের শিপন মিয়া র্যাবের একটি মাদক মামলার আসামি। বুধবার রাতে বাড়ি থেকে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।
নিউজবাংলাকে ওসি বলেন, ‘আসামির পরিবারের লোকজনের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
ওসি আরও জানান, এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে উপস্থিত হন। শিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।