ময়ময়সিংহের গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়ের নেতৃত্বে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
গফরগাঁও হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্বাস্থ্য বিভাগ ও পুলিশের দল উপস্থিত ছিল।
অভিযানে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যালাইন রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করাসহ বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এ সব কারণে ছয়টি ফার্মেসিকে ড্রাগ আইনে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এ সব ফার্মেসির মধ্যে মেসার্স সামী মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা, মম মেডিক্যাল হলকে আট হাজার টাকা, নিরাপদ মেডিক্যাল হলকে আট হাজার টাকা, জসিম মেডিক্যাল হলকে তিন হাজার ৫০০ টাকা, হাজী মেডিক্যাল হলকে এক হাজার টাকা এবং সুমন মেডিক্যাল হলকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা ওষুধগুলো পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় বলেন, ‘ফার্মেসিগুলোতে অনেক ওষুধ বিক্রি না হওয়ায় মেয়াদ চলে গেছে। সেগুলো কোনো রোগী সেবন করলে দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। এবার ব্যবসায়ীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান চলবে।’