বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গোপসাগরে ট্রলারে হামলা, ১৬ জেলে আহত

  •    
  • ৬ মে, ২০২১ ০০:১০

মায়ের দোয়া ট্রলারের মালিক ও মাঝি ফিরোজ মিয়া জানান, গত ২৫ এপ্রিল ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তারা। ২৯ এপ্রিল বিকেলে সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করছিলেন। রাত আটটার দিকে এফবি সালমান-৩ এর জেলেরা তাদের ট্রলারে হামলা চালান।

বঙ্গোপসাগরে একটি ট্রলারে হামলায় ১৬ জেলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বরগুনায় বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে বুধবার সন্ধ্যায় হামলার অভিযোগ দেন এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারের জেলেরা।জেলেরা জানান, এফবি সালমান-৩ নামে একটি মাছ ধরার জাহাজের জেলেরা গত ২৯ এপ্রিল বিকেলে তাদের ট্রলারে হামলা চালায়। মারধরের পর তারা কয়েক লাখ টাকার জাল ও মাছ নিয়ে যায়।

উপকূলীয় ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরি এসব তথ্য নিশ্চিত করেছেন।মায়ের দোয়া ট্রলারের মালিক ও মাঝি ফিরোজ মিয়া জানান, গত ২৫ এপ্রিল ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তারা। ২৯ এপ্রিল বিকেলে সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করছিলেন। রাত আটটার দিকে এফবি সালমান-৩ এর জেলেরা তাদের ট্রলারে হামলা চালান।

তিনি দাবি করেন, হামলার পর ওই জাহাজের জেলেরা তাদের প্রায় পাঁচ লাখ টাকার জাল এবং মাছ নিয়ে গেছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় ঘাটে এসে জেলেরা তাদের ওপর হামলার ঘটনা জানান। তারা তাৎক্ষণিক ওই মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলতে পারেননি।

এ ঘটনায় চট্টগ্রাম ও কক্সবাজারের ট্রলার মালিক সমিতি ও ফিশিং ভেসেল মালিক সমিতির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে জানান গোলাম মোস্তফা।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, থানায় অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এ বিভাগের আরো খবর